A collection of essays and articles.
বই বিষয়ক:
বাংলার বিপ্লবী আন্দোলনের ইতিহাসের সঙ্গে তখনকার কলকাতা পুলিশের কর্তা চার্লস টেগার্টের নাম নানা ঘটনায় জড়িয়ে আছে। শুধু বাংলায় নয়, টেগার্টের ভয়ঙ্কর থাবা প্রসারিত হয়েছিল আন্দামান পর্যন্ত। আন্দামানে তখন বন্দি ছিলেন আলিপুর বোমার মামলায় শীর্ষস্থানীয় বিপ্লবীরা। তাঁরা সেখানে নির্বাসিত থাকা সত্ত্বেও কেন সন্ত্রাসবাদীদের বোমার আক্রমণ অব্যাহত? এই প্রশ্নের উত্তর খুঁজতে টেগার্ট আন্দামানে গেছিলেন। তাঁর আন্দামান-অনুসন্ধানের বিবরণ টেগার্ট পেশ করেন ডায়েরির আকারে। অত্যন্ত বুদ্ধিদীপ্ত এই বিবরণীতে আছে অনেক চমকপ্রদ অজানা নানা খবর। নাম-প্রবন্ধ ছাড়াও এই গ্রন্থে আছে ফাঁসির হুকুম শোনার পর সূর্য সেন 'মাস্টারদা'-র লেখা দুটি চিঠি এবং অনেক অনালোকিত দিক। কল্পনা যোশীর একান্ত সাক্ষাৎকারে তাঁর নিভৃত প্রেমের স্বীকারোক্তি। আছে দুটি দুষ্প্রাপ্য ব্রিটিশ পুস্তিকার আলোচনা। একটি ব্রিটিশ প্রশাসনের ধরনটিকে বুঝতে সাহায্য করে, অন্যটি 'সাম্যবাদের বিপদ' বিষয়ে। এই সঙ্গে আছে একটি গোপন ব্রিটিশ ফাইলের খবর কমিউনিস্ট পার্টি সম্পর্কে। এমনই চমকপ্রদ তথ্যনির্ভর ছ'টি রচনার সংকলন 'টেগার্টের আন্দামান ডায়েরি'।