A novel based on the life of Bagha Jatin.
বই বিষয়ক:
আমাদের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঘা যতীন এক অবিস্মরণীয় চরিত্র। একবার শিলিগুড়ি স্টেশনে দুজন মিলিটারি অফিসারকে উত্তম-মধ্যম দিয়ে ওদের অভব্যতা বন্ধ করলেন। মামলা হল তাঁর বিরুদ্ধে। গভর্নরের সেক্রেটারি হুইলারের পরামর্শে, তা তুলেও নিল সাদা চামড়ার সাহেবরা। যতীনকে একান্তে পেয়ে হুইলার বলেছিলেন, ' তুমি একা কজনকে ঠ্যাঙাতে পার?'
—' সাহেব, ভালো লোক হলে একজনকেও নয়...— আর বজ্জাত হলে?— দশজনকেও ভয় পাই না...'। এই কথোপকথন নিমেষে উন্মোচিত করে যতীন্দ্রনাথের চারিত্র্য। অজস্র মানবিক গুণের সমন্বয় ঘটেছে তাঁর মধ্যে। অনেকের সঙ্গে, অনেককে নিয়ে পথ চলবার নমনীয়তার সঙ্গে মিশেছে আদর্শ পালনের দৃঢ়তা। মৃত্যুকে আলিঙ্গন করবার মুহূর্তেও তিনি সঙ্গীদের রক্ষা করতে সচেষ্ট। বলছেন, ওরা যা করেছে, তার সব দায়িত্ব আমার। ওদের যেন কোনও দন্ড না দেওয়া হয়। তাঁর জীবন-যাপনের নানান আকর্ষক উপাদানের নির্ভরে গড়ে উঠেছে এই আখ্যান। যে-কোনো আখ্যানা কিছু পরিমাণ কল্পনা থাকে,এই উপন্যাসিকাতেও আছে। এই কথা মনে রাখলে,গ্রন্থটি উপভোগ করা যাবে পূর্ণ মাত্রায়।