A collection of articles.
বই বিষয়ক:
ষাটের দশকে মধ্য কলকাতার লেডি ডাফরিন হাসপাতালের ( তখন প্রসূতি সদন) গায়ে লাগা উত্তর দিকের বস্তি অঞ্চলকে বলা হত লাট্টুপাড়া। সে সময় ওই অঞ্চলে সারি সারি কাঠের দোকান, যারা আবার হাতে বানানো লেদ মেশিন বসিয়ে নিয়েছে; লাট্টুর খোল তৈরি করবার জন্য। ওই পাড়া তখন খুব বিখ্যাত। প্রেসিডেন্সি কলেজ থেকে স্কট লেন যাবার জন্য রিকশা চাপলে হিন্দিতে কমজোরি মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক অবধারিতভাবে রিকশাওয়ালাকে এমত নির্দেশ দেবেন — লাট্টুপাড়া জেনানা হসপিটাল্কা পাশ যো রাস্তা, ওহি স্কট লেনমে জানে কা...। স্কট লেনকে তখন চাঁপাতলা বলা হয়, কেউ কেউ জেলেপাড়াও বলে।
নিজের চোখে দেখা সেই কলকাতার কথাই লিখেছেন অশোককুমার মুখোপাধ্যায়। বর্ণনা আর অনুভবের গভীরতায় রচনাটি হয়ে উঠেছে আধুনিক রূপকথা।
এছাড়াও আছে, ষাট- সত্তরের কলকাতায় এক কনিষ্ঠ কেরানির সাংসারিক হিসেবের খাতা থেকে বিহারের দুর্ধর্ষ 'পানিদার' মহাশয় মহেশ ঘোষের জীবনচিত্র-সহ মোট বারোটি নিবন্ধ, যা কলকাতা-গবেষক, সমাজতাত্ত্বিক তথা যে-কোনো অনুভূতিপ্রবণ পাঠককে নাড়া দেবে। ভাবাবেই।