A collection of articles published in weekly Yugantar.
This book is edited by Ashoke Kumar Mukhopadhyay.
বই বিষয়ক:
বিংশ শতাব্দীর প্রথমভাগে, ব্রিটিশ সরকারের বঙ্গব হঙ্গের উদ্ধত ঘোষণার প্রতিক্রিয়ায় একদল বাঙালি যুবক সিদ্ধান্ত নিয়েছিলেন সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের। তাঁদের হাতে ছিল বোমা-রিভলভার, লক্ষ্য ছিল পূর্ণ-স্বরাজ — স্বাধীনতা। সেই আবেগপ্রবণ, প্রাণচঞ্চল যুবকেরা — ভূপেন্দ্রনাথ দয়ত্ত, বারীন্দ্রকুমার ঘোষ, অরবিন্দ ঘোষ, দেবব্রত বসু, অবিনাশ্চন্দ্র ভট্টাচার্য প্রমুখ — উপলব্ধি করেছিলেন সশস্ত্র লড়াইয়ের কথা প্রচারের জন্য প্রয়োজন একটি পত্রিকার। সেই উদ্দেশ্যে প্রকাশিত হয়েছিল একটি সাপ্তাহিক পত্রিকা — যুগান্তর। যুগান্তরের পাতায় পাতায় ১৯০৬-১৯০৭ এর মধ্যে যে সব অগ্নিস্রাবি রচনা প্রকাশিত হয়েছিল তার নির্বাচিত সংকলন — 'মুক্তি কোন্ পথে'— প্রকাশ করেছিলেন যুগান্তরর সম্পাদক কর্মীরা। ব্রিটিশরাজ চুপ করে থাকেনি। রাজরোষে 'যুগান্তর' বন্ধ হয়ে যায়। ৮ অগস্ট ১৯১০ সালে 'মুক্তি কোন্ পথে' পুস্তককেও নিষিদ্ধ ঘোষণা করে সরকার বাহাদুর।