A biographical novel on revolutionary freedom fighter Ullaskar Dutta.
বই বিষয়ক:
বঙ্গভঙ্গ, বয়কট আর বোমার আন্দোলনে বাঙালি তখন জেগে উঠেছে। ছাত্ররা শুরু করেছে 'গোলদিঘির গোলামখানা' কলকাতা বিশয়বিদ্যালয় বয়কট। 'বন্দিনী ভারতমাতা'র শৃঙ্খলমোচনের শপথ নিয়ে উল্লাসকর হাতে তুলে নিলেন পিকরিক অ্যাসিডের বোমা। দেশকে ভালবাসার মূল্য দিতে হল তাঁকে। পথমে যেতে হল আন্দামান সেলুলার জেল। পরে, মাদ্রাজের মানসিক স্বাস্থ্যনিবাসে।
দীর্ঘ কারাবাসের পর দেশে ফিরে উল্লাসকর জানলেন তাঁর কিশোরবেলার প্রেমিকা আজ অন্য কারও ঘরণী। চোখের সামনে দেশ স্বাধীন হয় --- দ্বিখন্ডিত হয়ে যায় ভারতবর্ষ। দ্বিখন্ডিত হয় সোনার বাংলা। দেশ নিয়ে তাঁর স্বপ্ন ভেঙে চুরমার যখন, প্রেমিকাকে তখন ফিরে পেলেন উল্লাসকর। এমনই নাটকীয়তায় ভরা যাঁর জীবন, আলিপুর বোমার মামলা-খ্যাত অগ্নিযুগের বিপ্লবী উল্লাসকর দত্তের জীবন-যাপনের বিভিন্ন, বিচিত্র উপাদানকে চিন-চার বছরের শ্রমে উদ্ধার করেছেন লেখক। এবং সেই তথ্য-ভিত্তির নির্ভরেই রচিত হয়েছে এই জীবনোপন্যাস --- অগ্নিপুরুষ।
উল্লাসকর ছাড়াও অগ্নিপুরুষ-এ জীবন হয়ে উঠেছেন রবীন্দ্রনাথ, বিপিনচন্দ্র পাল, অবরবিন্দ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, বারীন্দ্রকুমার ঘোষ, হেমচন্দ্র দাস প্রমুখ সমসময়ের নামী ব্যক্তিত্বতা। বাংলার কথা, বাঙালির কথা এই উপন্যাসের পরতে পরতে।
Translations

Agnipurush (Hindi)
First published: 2009
Published by : Durba Prakashan, Gaziabad